• Fri. Dec 27th, 2024

আমিরের কাছে সাহায্য চাইলেন তাঁর সহ-অভিনেতা

২০০১ সালে ‘লগান’ ছবিতে আমির খানের সহ-অভিনেতা ‘কেশরিয়া’-র ভূমিকায় দেখা গিয়েছিল পরভিন বানোকে। এর পর বহু দিন বড় পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। গত বছর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তাঁর। সেই ধাক্কা সামলে উঠলেও নানা শারীরিক অসুস্থতায় এখনও ভুগছেন পরভিন। আর সেই সঙ্গে রয়েছে প্রবল আর্থিক অনটনও।

কাস্টিং পরিচালক হিসেবে কাজ শুরু করেন পরভিন। ২০১২ সালে আর্থ্রাইটিস ধরা পড়ার পরেই অভিনয় ছেড়ে দেন তিনি। কিন্তু ইদানীং তিনি পুরোপুরি ভাবে একদম কর্মহীন। নিজের দুরবস্থার কথা একদা সহকর্মী আমিরকে জানাতে চান পরভিন। তাঁর আশা, আমির খান বিষয়টি জানতে পারলে তাঁর একটি সুরাহা নিশ্চয়ই করবেন তিনি।

তিনি জানিয়েছেন, তাঁর এখন কাজ দরকার। কাজ দেওয়ার জন্য তিনি আমির খানকে অনুরোধ করবেন। গত বছর অভিনেতা অক্ষয় কুমার এবং সিনটা(সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন)-র তরফ থেকে কিছু সাহায্য পেয়েছিলেন তিনি। চলতি বছরে সোনু সুদও তাঁর পাশে দাঁড়িয়েছেন। তবে কি আমিরের কাছে তাঁর সহকর্মীর আর্তি পৌঁছবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2