অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে একাধিক রহস্য দানা বেঁধেছিল সেই সময়। এরপর মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছিল সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। এবার আরও একবার সুশান্তের মৃত্যু ঘিরে নতুন রহস্য উঠে এলো এবং সেই রহস্যের সঙ্গে রিয়া চক্রবর্তীর যোগ আছে এমনই অভিযোগে ফের উত্তাল হলো নেটদুনিয়া।
পূর্বে একাধিকবার জানা গিয়েছিল সুশান্তের থেকে প্রচুর পরিমাণ টাকা রিয়া এবং তাঁর ভাই নিয়েছেন অবশ্য সেই অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। তবে এবার আবারও সুশান্তের সম্পত্তি এবং ব্যাংক ব্যালেন্স তছরুপের অভিযোগ উঠে এল অভিনেত্রী রিয়ার নামে।
সুশান্ত সিং এর পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল যে অভিনেতা বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগ ছিলেন। পাশাপাশি লকডাউনের তিনমাস তিনি কিভাবে কাটিয়েছেন তাঁর পরিবারের কেউই তা বিশেষ ভাবে জানেন না। এবার পরিবারের সদস্যরা জানালেন মৃত্যুর আগে মে মাসে সুশান্ত তাঁর সব সম্পত্তির নমিনি করে দিয়ে গিয়েছিলেন তাঁরই দিদিকে।
তাঁর পরিবারের তরফে আরও বলা হয়েছে যে, সুশান্তের সঙ্গে তাঁর দিদির সম্পর্ক মোটেই ভাল ছিল না। তা সত্বেও কেন তাঁর সব সম্পত্তির দাবিদার তিনি তাঁর দিদিকে করলেন সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন রিয়া চক্রবর্তীর হাত থেকে সম্পত্তি বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি অভিনেতা সুশান্ত।