টলিপাড়ায় যিনি সব সময় গুঞ্জনের শিরনামে থাকেন তিনি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বহুদিন ধরেই শোনা যাচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং অভিরূপ নাগ চৌধুরীর প্রেমের গুঞ্জন। তাঁরা নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। অনেকে বলেছেন, অভিরূপের জন্মদিনে তাঁকে বহুমূল্য আংটিও উপহার দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। কিন্তু এর পর কী ঘটলো?
শ্রাবন্তী- অভিরূপ এর প্রেম যে অনেক দূর গড়িয়েছে, তা বুঝতে বাকি নেই কারোর। অথচ নেটমাধ্যমে তার কোনও চিহ্নই নেই। এমনকি, অভিনেত্রী শ্রাবন্তীর ইনস্টাগ্রামে ‘ফলোয়িং’-এর তালিকাতেও নেই এখন অভিরূপের নাম। অন্য দিকে আবার ব্যবসায়ী প্রেমিকের ভাইকে ‘ফলো’ করেন অভিনেত্রী।
বেশ কিছুদিন আগে একটি শ্রাবন্তীর ভিডিয়ো দেখে মুগ্ধ হয়ে গিয়ে সেখানে মন্তব্য করেছিলেন প্রেমিক অভিরূপ। মন্তব্যটি নিয়ে চর্চা শুরু হলে পরে দেখা যায় মন্তব্যটি নেই, তা সরিয়ে নেওয়া হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা থেকে দূরে থাকতেই কি অভিরুপকে ‘আনফলো’ করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী? অনুরাগীদের মনে এখনও প্রশ্নটা থেকেই গেল।